রামোন ম্যাগসেসে পুরস্কার
রামোন ম্যাগসেসে পুরস্কার (পিলিপিনো: Ramon Magsaysay
Award/রামোন্ মাগ্সাইসাই এওয়ার্ড) ১৯৫৭ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে
প্রবর্তিত হয়। এটি প্রবর্তন করেন নিউইয়র্ক শহরভিত্তিক রকফেলার ব্রাদার্স
ফান্ড-এর সম্মানিত ট্রাস্টিবৃন্দ। এই পুরস্কারটির প্রবর্তন করা হয়
ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামোন ম্যাগসেসেকে স্মরণ করে।
★সাংবাদিকতা, সাহিত্য এবং যোগাযোগে উদ্ভাবনী কলায় যেসব
ভারতীয়রা রামোন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন, এখানে শুধুমাত্র তাদেরই তালিকা
দেওয়া হল :-
🙏১) অমিতাভ চৌধুরী --- ১৯৬১ খ্রিস্টাব্দে।
🙏২) সত্যজিৎ রায় --- ১৯৬৭ খ্রিস্টাব্দে।
🙏৩) বুবলি জর্জ ভার্ঘিজ --- ১৯৭৬ খ্রিস্টাব্দে।
🙏৪) শম্ভু মিত্র --- ১৯৭৬ খ্রিস্টাব্দে।
🙏৫) গৌর কিশোর ঘোষ --- ১৯৮১ খ্রিস্টাব্দে।
🙏৬) অরুণ শুরি --- ১৯৮২ খ্রিস্টাব্দে।
🙏৭) রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ (আর. কে. লক্ষ্মণ) --- ১৯৮৪ খ্রিস্টাব্দে [কন্নড়ী ব্যঙ্গশিল্পী ও কার্টুনিস্ট]।
🙏৮) কে. ভি. সুব্বানা --- ১৯৯১ খ্রিস্টাব্দে।
🙏৯) পন্ডিত রবি শঙ্কর --- ১৯৯২ খ্রিস্টাব্দে
🙏১০) মহাশ্বেতা দেবী --- ১৯৯৭ খ্রিস্টাব্দে।
🙏১১) পি. শৈনাথ --- ২০০৭ খ্রিস্টাব্দে।
🙏১২) রবিশ কুমার --- ২০১৯ খ্রিস্টাব্দে [ভারতীয় সংবাদমাধ্যম NDTV (এনডিটিভি)-র জনপ্রিয় ও প্রখ্যাত সঞ্চালক সাংবাদিক]।
No comments