Breaking News

নোবেল প্রাইজ১৯০১থেকে ২০১৯ সকল প্রশ্ন

 নোবেল প্রাইজ ২০১৯ সংক্রান্ত প্রশ্ন:: 📶➕📶➕📶➕📶
১.মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার
প্রদান করা হয়?
→ উঃ ৬টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা,
সাহিত্য, অর্থনীতি ও শান্তি)।
২.নোবেল পুরস্কার ঘোষনাকারী
প্রতিষ্ঠান কতটি?
→উঃ ৪টি।
৩.চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার
ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ সুইডেনের ক্যারোলিনস্কা
ইনস্টিটিউট।
৪.সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষনা করে
কোন প্রতিষ্ঠান? → উঃ সুইডিস একাডেমী।
৫.পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল
পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ রয়েল সুইডিস একাডেমী অব
সায়েন্সস।
৬.শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার
ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ নোবেল কমিটি অব নরওয়েজিয়ান
পার্লামেন্ট।
৭.একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল
পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে?
→ উঃ ৩ জন।
৮.নোবেল কোন পুরস্কারের জন্য ব্যক্তির
পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়?
→ উঃ শান্তিতে।
৯.নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা
যাবে না।
→উঃ কোন মৃত ব্যক্তিকে।
১০.মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন কে
কে? → উঃ এরিখ কালফেল্ট (১৯৩১), দ্যাগ
হ্যামারশোল্ড (১৯৬১) এবং রালফ
স্টেইনম্যান (নোবেল কমিটি জানত না)
(২০১১)।
১১.অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে
চালু করা হয়?
→উঃ ১৯৬৯ সালে।
১২.ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার
বৃহস্পতিবার ঘোষনা করা হয়?
→ উঃ সাহিত্যে।
১৩.শান্তিতে প্রথম এশীয় হিসেবে নোবেল
পুরস্কার বিজয়ী কে?
→ উঃ ভিয়েতনামের ‘ওলি ডাক থো’, তিনি
প্রত্যাখান করেন।
১৪.অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম
এশীয় কে?
→ উঃ ভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)।
১৫.চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল
বিজয়ী কে?
→ উঃ ভারতের ‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯
সাল)।
১৬.প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার
বিজয়ী কে?
→ উঃ মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮
সাল)।
১৭.প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ী
কে?
→ উঃ বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১
সাল)।
১৮. কার নাম অনুসারে এবং কত সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে?
-পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ন ও
সম্মানজনক পুরস্কার হলো নোবেল পুরস্কার।
সুইডেনের প্রখ্যাত বিজ্ঞানী ও ডিনামাইট
আবিস্কারক আলফ্রেড বার্নার্ড নোবেলের
স্মৃতি ও তাঁর উইল অনুযায়ী তাঁরই অর্থে
১৯০১ সাল থেকে এ পুরস্কার চালু হয়।
নোবেল পুরস্কার সম্পর্কে আরও জানুন-
* নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল
* নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল (১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)
* প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে(পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য)
প্রথম নোবেল পুরস্কার বিজয়ীরা-
-(১) পদার্থবিজ্ঞানঃ উইলহেন কনরাড রন্টজেন(জার্মানি)
-(২) রসায়নঃ জোকেবাসভ্যান্ট হফ (নেদারল্যান্ড)
-(৩) চিকিৎসাঃ এ মিলফন বিহরিং (জার্মানি)
-(৪) শান্তিতে ২ জনঃ (ক) হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (খ) ফ্রেডারিক পাসি (ফ্রান্স)
-(৫) সাহিত্যঃ সুলি প্রধোম (ফ্রান্স)
* বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে (পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে।
* অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয়- ১৯৬৯ সালে
* ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পান ২ জনঃ (ক) র‍্যাগনার ফ্রেস(জার্মানি) ও (খ) জন টিম্বারজেন (নেদারল্যান্ডস)
* প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়- ১০ ডিসেম্বর
* নোবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার
* ৫৭৩ বার নোবেল পুরস্কার ঘোষণা করা হয় (১৯০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত)
* ১৯০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৯০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পায়। এর মধ্যে ব্যক্তি ৮৭৪ জন ও প্রতিষ্ঠান ২৬টি।
* এই পর্যন্ত মোট ৪৯ জন নারী নোবেল পুরুস্কার পান। (১৯০১ থেকে ২০১৫ পর্যন্ত)
* মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পান-ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)
* দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পান-বার্ট্রেন্ড রাসেল(ব্রিটেন) (১৯৫০সালে)
* নোবেল বিজয়ী বাঙালি কতজন-৩জন
* সবচেয়ে কম বয়সে নোবেল পান- মালালা ইউসূফজাই (পাকিস্তান) ১৭ বছর বয়সে।
* সবচেয়ে বেশি বয়সে নোবেল পান-লিওনিদ হারউইচ (যুক্তরাষ্ট্রের) ৯০ বছর বয়সে।
* এই পর্যন্ত মরণোত্তর নোবেল পান-২ জন
নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা- ৪ টি। যথা :
(ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে)-শান্তি
(খ) সুইডিশ একাডেমি (সুইডেন)-সাহিত্য
(গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন)-পদার্থ, রসায়ন ও অর্থনীতি
(ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন)-চিকিৎসা শাস্ত্র
* শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়-নরওয়েতে
-নোবেল পুরস্কার দেয়া হয়নি যেসব সালে- ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে)
-শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)

No comments