Breaking News

বাংলা সাহিত্যে প্রথম পুরস্কার

¤ বাংলা সাহিত্যে প্রথম পুরস্কার  ¤
-------------------------------------------------------------------
1) "সাহিত্য আকাদেমি পুরস্কার" (বাংলার জন্য : 1955) - জীবনানন্দ দাশ :- "শ্রেষ্ঠ কবিতা" (1954) কাব্যগ্রন্থের জন্য। (মরণোত্তর)
2) "বাংলা আকাদেমি পুরস্কার" (সাহিত্যের জন্য : 1960) - আবুল মনসুর আহমেদ। [এই পুরস্কার বাংলাদেশ থেকে দেওয়া হয়।]
3) "রবীন্দ্র পুরস্কার" (1950) - সতীনাথ ভাদুড়ী :- "জাগরী" (1945) উপন্যাসের জন্য।
4) "জ্ঞানপীঠ পুরস্কার" (সাহিত্যের জন্য : 1966) - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় :- "গণদেবতা" (1942) উপন্যাসের জন্য।
5) "বিদ্যাসাগর পুরস্কার" (1980) - অন্নদাশঙ্কর রায় :- শিশুসাহিত্যে অবদানের জন্য।
6) "দীনবন্ধু পুরস্কার" (1983) - মন্মথ রায় :- "মুক্তির ডাক" (1923) নাটকের জন্য।
7) "বঙ্কিমস্মৃতি পুরস্কার" (1975) - প্রবোধচন্দ্র সেন।
8) "আনন্দ পুরস্কার" (1958) - বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
9) "একুশে পদক" (সাহিত্যের জন্য : 1976) - আবদুল কাদির। [এই পুরস্কার বাংলাদেশ থেকে দেওয়া হয়।]
10) "বাংলা আকাদেমি ফেলোশিপ" - মওলানা মোহাম্মদ আক্রম খাঁ। [এই পুরস্কার বাংলাদেশ থেকে দেওয়া হয়।]
11) "কুন্তলীন পুরস্কার" (1303 বঙ্গাব্দ) - জগদীশচন্দ্র বসু :- "পলাতক তুফান" নামক বিজ্ঞান বিষয়ক গ্রন্থের জন্য। যদিও তখন এই গ্রন্থটির নাম অন্য ছিল। [অনেকেই মনে করেন যে এই উত্তরটা প্রভাতকুমার মুখোপাধ্যায়ের "পূজার চিঠি" হবে। কিন্তু তাদের বলি এই গ্রন্থটি 1304 বঙ্গাব্দে "কুন্তলীন পুরস্কার" পায়।]
12) "গোপালচন্দ্র ভট্টাচার্য স্মৃতি পুরস্কার" (2010) - দেবদাস মুখোপাধ্যায় এবং কুশল মুখোপাধ্যায় (যুগ্মভাবে)।
13) "শরৎস্মৃতি পুরস্কার" (1947) - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
14) "স্বাধীনতা পুরস্কার" (1977) - কাজী নজরুল ইসলাম। [এই পুরস্কার বাংলাদেশ থেকে দেওয়া হয়।]
15) "পদ্মবিভূষণ পুরস্কার" (সাহিত্যের ক্ষেত্রে : 1954) - সত্যেন্দ্রনাথ দত্ত।
16) "মানিক পুরস্কার" - পূর্ণেন্দুশেখর পত্রী - "দাঁড়ের ময়না" (1958) উপন্যাসের জন্য।
17) "মূর্তিদেবী পুরস্কার" - কবি জয় গোস্বামী - "দু খন্ড ফোয়ারা মাত্র" কাব্যগ্রন্থের জন্য। 
18) "সরস্বতী সম্মান" - কবি শঙ্খ ঘোষ - "গন্ধর্ব কবিতাগুচ্ছ" কাব্যগ্রন্থের জন্য। 
19) "কবীর সম্মান" - সুভাষ মুখোপাধ্যায়। 
20) "ম্যাগসেসে পুরস্কার" - লেখিকা মহাশ্বেতা দেবী।
আলোচক : সৌম্য মাইতি , অ্যাডমিন।
ইঞ্জিনিয়ারিং ছাত্র, মেছেদা, পূর্ব মেদিনীপুর।

No comments