সাহিত্যের বিভিন্ন দিকধর্মী কয়েকটি প্রশ্নোত্তর
💙১) ব্যক্তিগতভাবে সুভাষ মুখোপাধ্যায় ছিলেন মার্কসবাদে বিশ্বাসী। তিনি কার কাছে কোন্ বই পড়ে এই আদর্শের প্রতি অনুরক্ত হন?
¤ উত্তর - কবি সমর সেনের কাছে "হ্যান্ডবুক অফ মার্কসিজম্" বই পড়ে।
¤ উত্তর - কবি সমর সেনের কাছে "হ্যান্ডবুক অফ মার্কসিজম্" বই পড়ে।
💝২) সুভাষ মুখোপাধ্যায়কে "আমার বাংলা" (১৯৫১/১৩৫৮) গ্রন্থটি লিখতে কে প্রভাবিত করেছেন?
¤ উত্তর - লেখক সুভাষ মুখোপাধ্যায়ের বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় প্রভাবিত করেছেন।
¤ উত্তর - লেখক সুভাষ মুখোপাধ্যায়ের বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় প্রভাবিত করেছেন।
💚৩) "Birth of a Song", "Come Back My Master", "ইক ছিট
চানান দি", "নওয়ান ঘর", "সোনার বাংলা" --- এই ছোটোগল্প-সংকলনগুলি কে রচনা
করেন?
¤ উত্তর - পাঞ্জাবি লেখক কর্তার সিং দুগ্গাল রচনা করেন।
¤ উত্তর - পাঞ্জাবি লেখক কর্তার সিং দুগ্গাল রচনা করেন।
💜৪) জার্মানির নাট্যকার ও কবি বের্টোল্ট ব্রেখ্ট কবে জীবনের প্রথম নাটিকা লেখেন? নাটিকাটির নাম কী?
¤ উত্তর - ১৯১৪ খ্রিস্টাব্দে।
★নাটিকাটির নাম :- "দ্য বাইবেল" ["The Bible"]।
¤ উত্তর - ১৯১৪ খ্রিস্টাব্দে।
★নাটিকাটির নাম :- "দ্য বাইবেল" ["The Bible"]।
💛৫) ১৯১৮ খ্রিস্টাব্দে চলতি নাট্যধারার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বের্টোল্ট ব্রেখ্ট কোন্ নাটকটি লেখেন?
¤ উত্তর - ১৯১৮ খ্রিস্টাব্দে চলতি নাট্যধারার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বের্টোল্ট ব্রেখ্ট লেখেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের নাটক "বাল" ["Baal"]।
¤ উত্তর - ১৯১৮ খ্রিস্টাব্দে চলতি নাট্যধারার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বের্টোল্ট ব্রেখ্ট লেখেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের নাটক "বাল" ["Baal"]।
💙৬) নাটকের পাশাপাশি বের্টোল্ট ব্রেখ্ট কবিতা রচনাও করেছিলেন। তাঁর লেখা বিখ্যাত কবিতাগুলির নাম কী?
¤ উত্তর - "আ ব্যাড টাইম ফর পোয়েট্রি", "আলবামা সং", "চিলড্রেনস ক্রুসেড", "হিম্ টু কমিউনিজম্", "আই অ্যাম নট সেয়িং এনিথিং", "সেন্ড মি আ লিফ্", "টু দোস বর্ন আফটার", "হোয়াট হ্যাস হ্যাপেনড্", "কশ্চিনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস" ইত্যাদি।
¤ উত্তর - "আ ব্যাড টাইম ফর পোয়েট্রি", "আলবামা সং", "চিলড্রেনস ক্রুসেড", "হিম্ টু কমিউনিজম্", "আই অ্যাম নট সেয়িং এনিথিং", "সেন্ড মি আ লিফ্", "টু দোস বর্ন আফটার", "হোয়াট হ্যাস হ্যাপেনড্", "কশ্চিনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস" ইত্যাদি।
💝৭) কবে, কোথায় গিয়ে বের্টোল্ট ব্রেখ্টের মনে হয় যে, সেটিই হল পৃথিবীতে নাটকের একমাত্র উপযুক্ত শহর?
¤ উত্তর - ১৯৩৫ খ্রিস্টাব্দে মস্কোয় গিয়ে বের্টোল্ট ব্রেখ্টের মনে হয় যে, সেটিই হল পৃথিবীতে নাটকের একমাত্র উপযুক্ত শহর।
¤ উত্তর - ১৯৩৫ খ্রিস্টাব্দে মস্কোয় গিয়ে বের্টোল্ট ব্রেখ্টের মনে হয় যে, সেটিই হল পৃথিবীতে নাটকের একমাত্র উপযুক্ত শহর।
💚৮) কবে, কোন্ থিয়েটারে যোগদানের মাধ্যমে নাট্যকার শম্ভু মিত্রের বাণিজ্যিক নাট্যমঞ্চে পদার্পণ হয়?
¤ উত্তর - ১৯৩৯ খ্রিস্টাব্দে "রঙমহল থিয়েটার"-এ যোগদানের মাধ্যমে।
¤ উত্তর - ১৯৩৯ খ্রিস্টাব্দে "রঙমহল থিয়েটার"-এ যোগদানের মাধ্যমে।
💜৯) কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে শম্ভু মিত্র গড়ে তোলেন তাঁর নিজের নাট্যদল "বহুরূপী"?
¤ উত্তর - ১৯৪৮ খ্রিস্টাব্দে নাট্যকার মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে।
¤ উত্তর - ১৯৪৮ খ্রিস্টাব্দে নাট্যকার মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে।
💛১০) নাট্যকার শাঁওলি মিত্রের নাট্যসংস্থা "পঞ্চম বৈদিক"-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
¤ উত্তর - নাট্যকার শাঁওলি মিত্রের পিতা শম্ভু মিত্র।
¤ উত্তর - নাট্যকার শাঁওলি মিত্রের পিতা শম্ভু মিত্র।
💙১১) একজন স্বনামধন্য আবৃত্তিকার হিসেবে শম্ভু মিত্র পরিচিতি
ছিলেন সর্বব্যাপী। তাঁর কোন্ আবৃত্তিটি আজও অমর? এবং তাঁর কোন্ আবৃত্তি
দুটি অতিপ্রসিদ্ধ বাংলা কবিতা আবৃত্তির রেকর্ড?
¤ উত্তর - শম্ভু মিত্রের কন্ঠে জ্যোতিরিন্দ্র মৈত্রের "মধুবংশীর গলি" আজও অমর।
"রবীন্দ্রনাথের কবিতাপাঠ", "দিনান্তের প্রণাম" -- এই দুটি তাঁর অতিপ্রসিদ্ধ বাংলা কবিতা আবৃত্তির রেকর্ড।
¤ উত্তর - শম্ভু মিত্রের কন্ঠে জ্যোতিরিন্দ্র মৈত্রের "মধুবংশীর গলি" আজও অমর।
"রবীন্দ্রনাথের কবিতাপাঠ", "দিনান্তের প্রণাম" -- এই দুটি তাঁর অতিপ্রসিদ্ধ বাংলা কবিতা আবৃত্তির রেকর্ড।
💝১২) লেখিকা মহাশ্বেতা দেবী (১৯৯৭ খ্রিস্টাব্দে) ছাড়া এমন
কয়েকজন সাহিত্যিকের নাম বলুন যাঁরা "রামোন ম্যাগসেসে পুরস্কার"-এ ভূষিত
হয়েছেন?
¤ উত্তর - অমিতাভ চৌধুরী [চাণক্য ও দৌবারিক] (১৯৬১ খ্রিস্টাব্দে)।
★সত্যজিৎ রায় (১৯৬৭ খ্রিস্টাব্দে)।
★শম্ভু মিত্র (১৯৭৬ খ্রিস্টাব্দে)।
★গৌর কিশোর ঘোষ [রূপদর্শী] (১৯৮১ খ্রিস্টাব্দে)।
★রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ [আর. কে. লক্ষ্মণ : কন্নড়ী লেখক] (১৯৮৪ খ্রিস্টাব্দে)।
¤ উত্তর - অমিতাভ চৌধুরী [চাণক্য ও দৌবারিক] (১৯৬১ খ্রিস্টাব্দে)।
★সত্যজিৎ রায় (১৯৬৭ খ্রিস্টাব্দে)।
★শম্ভু মিত্র (১৯৭৬ খ্রিস্টাব্দে)।
★গৌর কিশোর ঘোষ [রূপদর্শী] (১৯৮১ খ্রিস্টাব্দে)।
★রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ [আর. কে. লক্ষ্মণ : কন্নড়ী লেখক] (১৯৮৪ খ্রিস্টাব্দে)।
💚১৩) স্কুলে পড়াকালীনই শক্তি চট্টোপাধ্যায় কি নামের একটি হাতে-লেখা পত্রিকা বের করেন?
¤ উত্তর - "নবোদয়" নামের।
¤ উত্তর - "নবোদয়" নামের।
💜১৪) কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম চাকরি কি ছিল?
¤ উত্তর - "ক্ল্যারিয়ন" নামক একটি বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটের কাজ।
¤ উত্তর - "ক্ল্যারিয়ন" নামক একটি বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটের কাজ।
💛১৫) কোন্ কবি কবিতাকে "পদ্য" বলতেন?
¤ উত্তর - কবি শক্তি চট্টোপাধ্যায়।
¤ উত্তর - কবি শক্তি চট্টোপাধ্যায়।
💙১৬) "নিরুপমের দুঃখ" নামক উল্লেখযোগ্য ছোটগল্পটি কার লেখা?
¤ উত্তর - শক্তি চট্টোপাধ্যায়ের লেখা।
¤ উত্তর - শক্তি চট্টোপাধ্যায়ের লেখা।
💝১৭) এমন একজন কবির নাম বলুন যাঁর বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে জীবনাবসান হয়?
¤ উত্তর - কবি শক্তি চট্টোপাধ্যায়ের।
¤ উত্তর - কবি শক্তি চট্টোপাধ্যায়ের।
💚১৮) শক্তি চট্টোপাধ্যায় কি ছদ্মনামে কবিতা লিখতেন এবং কি ছদ্মনামে গদ্যচর্চা করতেন?
¤ উত্তর - শক্তি চট্টোপাধ্যায় "রূপচাঁদ পক্ষী" ছদ্মনামে কবিতা লিখতেন এবং "স্ফুলিঙ্গ সমাদ্দার" ছদ্মনামে গদ্যচর্চা করতেন।
¤ উত্তর - শক্তি চট্টোপাধ্যায় "রূপচাঁদ পক্ষী" ছদ্মনামে কবিতা লিখতেন এবং "স্ফুলিঙ্গ সমাদ্দার" ছদ্মনামে গদ্যচর্চা করতেন।
💜১৯) "সাহিত্যে এর লেখা ট্যাঁকসই হবে বলেই বোধ হচ্ছে।" --- কোন্ পত্রিকায় কবি সমর সেনের কবিতা পড়ে কে এই মন্তব্য করেছেন?
¤ উত্তর - "বুদ্ধদেব বসুর "কবিতা" পত্রিকায় কবি সমর সেনের কবিতা পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্য করেছেন।
¤ উত্তর - "বুদ্ধদেব বসুর "কবিতা" পত্রিকায় কবি সমর সেনের কবিতা পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্য করেছেন।
💛২০) কবি সমর সেনের কবে থেকে কবিতা লেখার প্রতি আগ্রহ ক্রমশ কমে আসে?
¤ উত্তর - ১৯৪৪ খ্রিস্টাব্দ থেকে।
¤ উত্তর - ১৯৪৪ খ্রিস্টাব্দ থেকে।
💙২১) "গদ্য কবিতা কেন, কোনো কবিতা সম্পর্কেই এখন আর উৎসাহ নেই।" --- কবি সমর সেন কবে, কাকে এই কথাটি একটি চিঠির মাধ্যমে লেখেন?
¤ উত্তর - কবি সমর সেন ১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে মহাশয়কে এই কথাটি একটি চিঠির মাধ্যমে লেখেন।
¤ উত্তর - কবি সমর সেন ১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে মহাশয়কে এই কথাটি একটি চিঠির মাধ্যমে লেখেন।
💝২২) কোন্ পত্রিকার সম্পাদক থাকাকালীনই ১৯৮৭ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট কবি সমর সেন প্রয়াত হন?
¤ উত্তর - "ফ্রন্টিয়ার" [Frontier] নামক প্রগতিশীল পত্রিকার সম্পাদক থাকাকালীন।
¤ উত্তর - "ফ্রন্টিয়ার" [Frontier] নামক প্রগতিশীল পত্রিকার সম্পাদক থাকাকালীন।
💚২৩) গত একশ বছরে কলকাতায় ট্রামের ধাক্কায় আহত হয়ে মৃতের সংখ্যা এক। তিনি কে?
¤ উত্তর - তিনি হলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ।
¤ উত্তর - তিনি হলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ।
💜২৪) কবি জীবনানন্দ দাশ রচিত একমাত্র গদ্যগ্রন্থটির নাম কী?
¤ উত্তর - "কবিতার কথা" (১৯৫৫)।
¤ উত্তর - "কবিতার কথা" (১৯৫৫)।
💛২৫) জীবনানন্দ দাশের কবিতাকে "চিত্ররূপময়" বলে কে উল্লেখ করেছিলেন?
¤ উত্তর - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
💙২৬) "ঝরাপালক" (কাব্যগ্রন্থ : ১৯২৭) = কবি জীবনানন্দ দাশ।¤ উত্তর - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
★"ঝরাপালক (গল্প-সংকলন গ্রন্থ : ১৯৩৭) = সুরেন্দ্রনাথ মৈত্র।
No comments