Breaking News

রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা

 Image result for রবীন্দ্রনাথ ঠাকুরকে “ বিশ্বকবি
১. কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন ?
উত্তর : মহাত্ম গান্ধী।
২. কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন ?
উত্তর :- বহ্মবান্ধব উপাধ্যায়
৩. কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন ?
উত্তর : ক্ষিতিমোহন সেন।
৪.কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন?
উত্তর : চীনা কবি চি-সি-লিজন।
৫. 'পদ্মরাগ ' গ্রন্থ টি রচয়িতা কে ?
উত্তর : বেগম রোকেয়া।
৬. কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি ?
উত্তর : সোনার তরী (১৮৯৪)।
৭."ডানা" উপন্যাসের লেখক কে ?
উত্তর : বনফুল।
তিন টি খন্ড।
প্রদ্যোত কুমার সেনগুপ্ত কে উৎসর্গ করেন।
৮. "অবনী বাড়ি আছ ?" - এই নামে একটি কবিতা ও একটি উপন্যাস কে লিখেছেন ?
উত্তর : শক্তি চট্টোপাধ্যায়।
৯. রবীন্দ্রনাথ কোন্ নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেন ?
উত্তর : বসন্ত।
১০. বিদ্যাপতি কোন্ গ্রন্থে নিজেকে "খেলন " কবি বলেছেন ?
উত্তর: কীর্তিলতা।
১১. 'দেবী' গল্পটি কার লেখা?
উত্তর : প্রভাতকুমার মুখোপাধ্যায়।
১২. 'পাকদন্ডী' কার লেখা
আত্মজীবনীমূলক গ্রন্থ?
উত্তর: লীলা মজুমদার।
১৩. 'যযাতি' উপন্যাসটি কার লেখা?
উত্তর : দেবেশ রায়।
১৪. 'সাদা খাম' উপন্যাসটি কার লেখা?
উত্তর-মতি নন্দী।
১৫. 'বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের উপরে'- কে কোন গ্রন্থ সম্পর্কে এই মন্তব্য করেছেন?
উত্তর : 'পথের পাঁচালি' সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্যটি করেছেন।
১৬. 'Black Town' এবং 'White Town' বলতে কোন দুটি জায়গার কথা বলা হয়?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোর ৬ নং দ্বারকানাথ ঠাকুর লেনের পারিবারিক বাসভবনে। জোড়াসাঁকো ছিল সেযুগে “ব্ল্যাক টাউন”।
বাঙালি অধ্যুষিত নগরাঞ্চল; ইউরোপীয়দের আবাসস্থল দক্ষিণ কলকাতা ছিল “হোয়াইট টাউন”।
১৭. “Humour is blended with pathoes till two are one”
– প্রভাতকুমার মুখোপাধ্যায়ের কোন গল্পের রেখায় এই উক্তি অভিব্যক্ত হয়েছে?
উত্তর : বাজীকর।
১৮. “আসলে সে ‘কল্লোলের’ই কুলবর্ধন” – এখানে সে বলতে কোন বিখ্যাত ঔপন্যাসিকের কথা বলা হয়েছে?
উত্তর : অচিন্ত্যকুমার সেনগুপ্ত মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে "কল্লোলযুগ" গ্রন্থে বলেছেন৷
১৯. গোড়ায় গলদ নাটকটির অভিনয়যোগ্য পুনর্লিখিত সংস্করণ কী নামে প্রকাশিত হয়?
উত্তর : শেষরক্ষা।
২০. কোন বিখ্যাত সুরকারের সুরে 'বন্দেমাতরম্' গানটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম গান হিসেবে নির্বাচিত হয়?
উত্তর : এ . আর . রহমান
২১. রামপ্রসাদী সুর বাংলা লোকগানের কোন দুই ধারার সংমিশ্রণে সৃষ্টি?
উত্তর: বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধারা বাউল ও বৈষ্ণব কীর্তনের সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগরাগিণীর মিশ্রণে তিনি বাংলা সংগীতে এক নতুন সুরের সৃষ্টি করেন রামপ্রসাদ। রামপ্রসাদী সুর নামে এই সুর প্রচলিত।
২২. ব্রিটিশ সরকার কোন বাংলা সংবাদপত্রকে 'বিপদ সংকেত' বলে চিহ্নিত করেছিল?
উত্তর : আনন্দবাজার পত্রিকা।
২৩. ১৯৬৪ সালে 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার' কবিতার জন্য কে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেফতার ও কারাবরণ করেন?
উত্তর : মলয় রায়চৌধুরী।
২৪. "রবীন্দ্রনাটকে বাস্তবের নির্যাস বর্তমান..."
- রবীন্দ্রনাটক সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন?
প্রেমেন্দ্র মিত্র।
২৫. 'আইসোর' কোন বিখ্যাত উপন্যাসের ইংরেজী অনুবাদের নাম? কে করেন?
উত্তর : "চোখের বালি " সুরেন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেন।
২৬. “মনের ভাব প্রকাশের জন্য, বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত, শব্দ সমষ্টিকে ভাষা বলে” – ভাষার এ রুপ সংজ্ঞা দিয়েছেন কোন ভাষাতাত্ত্বিক তথা সাহিত্যিক?
উত্তর : সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
২৭. 'বাংলা ও বাঙালী', 'জীবন জিজ্ঞাসা' -- প্রবন্ধ দুটির রচয়িতা কে?
উত্তর : --মোহিতলাল মজুমদার।
২৮. 'সঙ্গ : নিসঙ্গতা রবীন্দ্রনাথ ' , ' রবীন্দ্র : কথাসাহিত্য ' -- প্রবন্ধ দুটির রচয়িতা কে?
উত্তর :-- বুদ্ধদেব বসু।
২৯. 'চিত্রাঙ্গদা ' ( কাব্যনাট্য) :-- রবীন্দ্রনাথ
চিত্রাঙ্গদা ( সাহিত্য সমালোচনা মূলক প্রবন্ধ) : --?
উত্তর :-- প্রমথ চৌধুরী।
৩০. 'অন্তঃশীলা ', 'আবর্ত ', 'মোহনা' -- এই ট্রিলজি রচনা করেন কে?
উত্তর :---- ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়।
৩১. তিনটি চরিত্রের আত্মকথন ভঙ্গিতে লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম বলুন?
উত্তর :-- ঘরে বাইরে।
৩২. ●১৯৫৬ সালে দিল্লির আইফ্যান্স হলে প্রথম নাটকটি অভিনীত হবে ।তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আসবেন নাটক দেখতে ।অভিনয় শুরু হবে ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় ।
অভিনয় শুরু হওয়ার একটু আগে খবর এল নেহেরুর আসতে দেরি হবে ।কিন্তু নির্দেশক শম্ভু মিত্র বলেছিলেন নাটক ঠিক সাড়ে ছটায় ই অনুষ্ঠিত হবে।
☆প্রশ্ন হল- এখানে কোন বিখ্যাত নাটকের কথা বলা হচ্ছে?
উত্তর : রক্তকরবী।
৩৩. মান্না দে'র আত্মজীবনীর নাম যদি 'জীবনের জলসাঘরে'হয়,তবে কোন বিখ্যাত সঙ্গীত শিল্পীর আত্মজীবনীর নাম'আনন্দধারা ' ?
উত্তর : হেমন্ত মুখোপাধ্যায়।
৩৪. 'এই বইখানিতে পেয়েছি যথার্থ গল্পের স্বাদ; এর থেকে শিক্ষা হয়নি কিছুই, কিন্তু দেখা হয়েছে অনেক যা পূর্বে এমন করে দেখিনি '-এমনই মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস সম্পর্কে ।
●প্রশ্ন হল- বলুন তো কোন উপন্যাস সম্পর্কে এমন মন্তব্য আমাদের রবীঠাকুরের?
উত্তর : পথের পাঁচালি।
৩৫. "আপনার কোন বইটি আপনার কাছে সবচেয়ে লাভজনক "-সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে বিশ্ববিখ্যাত সাহিত্যিক জর্জ বার্নার্ড 'শ কোন বইয়ের নাম উল্লেখ করেছিলেন?
উত্তর : তাঁর চেক বই।
৩৬. ●১৯৪০ সাল থেকে এই বিশ্ববিখ্যাত মানুষ টি প্রায় দু'দশক কিউবায় কাটিয়েছিলেন ।
●১৯৬০ সালের মে মাসে এক মাছ ধরার প্রতিযোগিতায় এঁনার সাথে দেখা হয়েছিল ফিদেল কাস্ত্রোর ।
প্রতিযোগিতায় জয়ী ফিদেল কাস্ত্রোর হাতে ইনিই পুরস্কার তুলে দিয়েছিলেন ।
পুরস্কার গ্রহণের সময় কাস্ত্রো বলেছিলেন, "মাছ ধরায় আমি খুবই অপটু।"
জবাবে ইনি বলেছিলেন, "ভাগ্যবান অপটু আপনি।"
●এই কিউবাতে বসেই ইনি আমাদের এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন ।
অবশ্য উপন্যাসের প্রাথমিক নাম ঠিক করেছিলেন 'Santiago's Story' •
☆প্রশ্ন হল-এই স্রষ্টা কে? ১৯৫২ সালে সৃষ্ট উপন্যাসটি বা কী নামে আমাদের কাছে পরিচিত?
উত্তর : আর্নেস্ট হেমিংওয়ে ।
উপন্যাস- ' The Old Man and the Sea.
৩৭. 'তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা '-কোন বিখ্যাত মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি গাইতেন?
উত্তর : স্বামী বিবেকানন্দ।
৩৮. ●গণনাট্য সঙ্ঘ থেকে বহিষ্কৃত হয়েছিলেন 'ট্রটস্কিপন্থী 'এই অভিযোগে । নকশালপন্থীদের হয়ে কলম ধরতে এঁনাকে আমরা দেখেছি ।কখনও আবার আক্রান্ত হয়েছেন তাদেরই দ্বারা ।
ফিরে এসেছেন মার্কসবাদীদের নিরাপদ আশ্রয়ে ।
●দলকে অগ্রাহ্য করে চলে গিয়েছেন টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এর 'দ্য গুরু '(১৯৬৯ সাল)
ছবিতে অভিনয় করতে, কখনও আবার গড়ে তুলেছেন দল ।
জেলেও গিয়েছেন একাধিকবার এই মানুষটি ।
●'ব্রেশটের ভক্ত, অথচ তাঁর জীবৎকালে ব্রেশটের একটিও নাটক করেন নি ইনি ।
☆প্রশ্ন : কে এই বর্ণময় নাট্যব্যক্তিত্ব?
উত্তর : উৎপল দত্ত।
৩৯. ●অসামান্য এই উপন্যাসটি প্রায় ১৮ বার প্রকাশকরা ফিরিয়ে দিয়েছেন ছাপার অযোগ্য বলে ।ঊনিশ বারেও ফেরত পেতেন যদি না এক বন্ধু ঝাঁপিয়ে পড়ে বলতেন, ছাপাতেই হবে এ উপন্যাস ।
● কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল লেখালেখির অধ্যাপক ছিলেন এই বই এর ঔপন্যাসিক ।
●এখনও পর্যন্ত ইনিই একমাত্র অ্যাফ্রো-আমেরিকান লেখক যিনি পেয়েছেন ম্যান বুকার পুরস্কার ।
প্রসঙ্গত বলি, ইনি ই প্রথম মার্কিন লেখক যাঁর কপালে জুটেছে সাহিত্যের এই অনন্য সম্মান "ম্যান বুকার পুরস্কার "।
☆প্রশ্ন হল - কোন উপন্যাসের কথা আমি বলছি?
আর ঔপন্যাসিকেরই বা নাম কী ?
উত্তর : উপন্যাস - 'The Sell Out'
ঔপন্যাসিক - পল বিটি(Paul Beatty)
৪০. হিন্দু পুরাণ মতে মনে করা হয় মৃত্যুর পর পৃথিবী ত্যাগ করে স্বর্গে যেতে হলে একটি নদী পেরিয়ে যেতে হয় ।সেই নদী পারাপার কালে মানুষ তার সমস্ত কৃতকর্ম ভুলে যায় ।গ্রীক পুরাণে নদীটিকে আমরা "লেথি"নামে চিনি ।
প্রশ্ন হল- হিন্দু পুরাণ মতে এই নদীটির নাম কী?
উত্তর : বৈতরণী।

No comments