Breaking News

পাবলো নেরুদার গ্রন্থপঞ্জী ও পুরস্কার প্রাপ্তি

🙏 পাবলো নেরুদার গ্রন্থপঞ্জী ও পুরস্কার প্রাপ্তি 🙏
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
   (১২ই জুলাই, ১৯০৪ --- ২৩শে সেপ্টেম্বর, ১৯৭৩)
💙💙 গ্রন্থপঞ্জী :-
💚💚¤ কবিতা-সংকলন গ্রন্থ ও কাব্যগ্রন্থ :-
১) "Book of Twilights" ("বুক অব্ টুইলাইটস্") [১৯২৩]
২) "Twenty Love Poems and Song of Despair" ("টুয়েন্টি লাভ পোয়েমস্ অ্যাণ্ড সং অব্ ডেসপেয়ার") [১৯২৪]
৩) "The Attempt of the Infinite Man" ("দ্য এটেম্প্ট অব্ দ্য ইনফাইনাইট ম্যান" [১৯২৬]
৪) "The Inhabitant and his Hpoe" ("দ্য ইনহেবিটেন্ট অ্যাণ্ড হিজ হোপ") [১৯২৭]
Image result for পুরস্কার
💛💛¤ অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ :-
১) "দ্য পোয়েট্রি অব্ পাবলো নেরুদা"
২) "ওয়ার্ল্ডস এণ্ড"
৩) "দ্য হ্যাণ্ডস অব্ দ্য ডে"
৪) "দ্য বুক অব্ কোয়েশ্চন"
৫) "দ্য ইয়োলো হার্টস"
৬) "স্যানটোস অব্ দ্য স্কাই"
৭) "দ্য সি অ্যাণ্ড দ্য বেল"
৮) "উইন্টার গার্ডেন"
৯) "দ্য সেপারেটস্ রোজ"
১০) "স্টিল অ্যানাদার ডে"
১১) "অন দ্য ব্লু সোর অব্ সাইলেন্স"
১২) "দ্য সিক্রেটস্ অব্ দ্য চিলিয়ান পোয়েট অ্যাণ্ড ডিপ্লোমা"
★বাংলা সাহিত্যে ১৯৭৬ খ্রিস্টাব্দে কবি-সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায় অনূদিত কাব্যগ্রন্থ পাবলো নেরুদার "প্রেমের কবিতা" প্রকাশিত হয়।
💜💜¤ সমালোচনা :-
১) কলম্বিয়ান ঔপন্যাসিক গ্রাবিয়েল গার্সিয়া মার্কেস একদা পাবলো নেরুদাকে "বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি" বলে বর্ণনা করেন।
💝💝¤ পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি :-
১) ১৫ই জুলাই, ১৯৪৫ খ্রিস্টাব্দে : ব্রাজিলের সাও পাওলোর পাকিম্বু স্টেডিয়ামে কমিউনিষ্ট বিপ্লবী নেতা লুইস কার্লোস প্রস্টেটের সম্মানে ১,০০০,০০ লোকের সামনে ভাষণ দেন তিনি।
২) ১৯৫৩ খ্রিস্টাব্দে : "লেলিন শান্তি পুরস্কার"-এ তাঁকে ভূষিত করা হয়।
৩) ১৯৭১ খ্রিস্টাব্দে : তাঁকে সাহিত্যে "নোবেল পুরস্কার" প্রদান করা হয়। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাঁকে এই পুরস্কার প্রদান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
৪) "নোবেল পুরস্কার" পাওয়ার পর চিলিতে ফিরলে "সালভাদর আলেন্দে ত্রস্ত্যাদিও ন্যাশনাল"-এ ৭০,০০০ হাজার লোকের সামনে ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়। বিপ্লবী কবি পাবলো নেরুদা রাজনৈতিক ক্রিয়া-কর্মেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে সবুজ কালিতে লিখতে বেশি পছন্দ করতেন।

No comments