Breaking News

কম্পিউটার নিয়ে যত প্রশ্ন


♨ কম্পিউটারের জনক কে? - চার্লস ব্যবেজ,
♨ আধুনিক কম্পিউটারের জনক কে? - জন ভন নিউম্যান
♨ মিনি কম্পিউটারের জনক কে? - কেনেথ এইচ ওলসেন,
♨ বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? - ENIAC,
♨ কম্পিউটার কত প্রকার? - কার্যক্রম অনুসারে ৩ প্রকার এবং আকৃতি ও কর্মদক্ষতা অনুসারে ৪ প্রকার,
♨ কম্পিউটারের প্রজন্ম কয়টি? - ৫টি,
♨ প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? - Mark-1,
♨ বিশ্বের সর্বপ্রথম কম্পিউটারের নাম কি? - এ.বি.সি. (এ্যাটানসেফ বেরিং কম্পিউটার),
♨ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার নাম কি? - UNIVAC,
 ♨ IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? - Intel-4004,
 ♨ প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? - এ্যালটেয়ার ৮৮০০,
 ♨ প্রথম মিনি কম্পিউটারের নাম কি? - পিডিপি-১,
♨ পাম্পটপ কি? - পাম্পটপ হলো ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায়,
♨ পৃথিবীতে কথন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে? - এপসন ১৯৮১,
♨ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? - যুক্তরাষ্ট্রের আটলান্টায় কম্পিউটারের কোন কোম্পানিকে ‘বিগ ব্লু ‘বলা হয়? - আইবিএম,
 ♨ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? - আইবিএম-১৬২০সিরিজ,
♨ বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় স্থাপন করা হয়? - বাংলাদেশ পরমানু শক্তি কেন্দ্র কমিশনে।

No comments