Breaking News

কয়েকটি 'মা' নামাঙ্কিত ও 'মা' কেন্দ্রিক রচনা


উপন্যাস :-
      ~~~~~
১) 'মাদার' (উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত। এর বাংলা অনুবাদ হল 'মা' : ১৯০৭) --- ম্যাক্সিম গোর্কি।
২) 'মা' (১৯২০) --- অনুরূপা দেবী
'দ্য মাদার' (উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত। এর বাংলা অনুবাদ হল 'মা' : ১৯৩৩) --- পার্ল সিডেনস্ট্রিকার বাক।
৩) 'মা' (১৯৭০) --- সত্যেন সেন
৪) 'মা' (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস) --- আনিসুল হক। এই উপন্যাসটির জন্য তিনি ২০১১ সালে "বাংলা একাডেমী পুরস্কার" লাভ করেন।
৫) 'শেষ নমস্কার : শ্রী চরণেষু মাকে' (১৯৭১) --- সন্তোষকুমার ঘোষ। এই উপন্যাসটির জন্য তিনি ১৯৭২ খ্রিস্টাব্দে "সাহিত্য আকাদেমি পুরস্কার" লাভ করেন।
৬) 'হাজার চুরাশির মা' (ঐতিহাসিক উপন্যাস : ১৯৭৪) --- মহাশ্বেতা দেবী। এটি "কণা" প্রকাশনী থেকে প্রকাশিত। ১৯৭০-এর দশকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাসটি রচিত হয়। এই উপন্যাসটির জন্য তিনি ১৯৯৬ সালে "জ্ঞানপীঠ পুরস্কার" লাভ করেন।
৭) 'মার্ডারের মা' (১৯৯২) --- মহাশ্বেতা দেবী। এই উপন্যাসটি "দে'জ" প্রকাশনী থেকে প্রকাশিত।
৮) 'ঠাকুমার ঠিকুজি' --- লীলা মজুমদার
'মা, আমার মা' --- সুনীল গঙ্গোপাধ্যায়
৯) 'ইতি তোমার মা' --- সঞ্জীব চট্টোপাধ্যায়
১০) 'মা' --- রেজা ঘটক
১১) 'দুঃখিনী মা' (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস) --- ভীম চন্দ্র সানা।
১২) 'মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে' --- আমীরুল ইসলাম
১৩) 'মা' --- ইকবাল খন্দকার
১৪) 'শহীদের মা' --- অর্ঘ্য ঘোষ
১৫) 'মায়ের চিঠি' --- পরিতোষ বাড়ৈ
১৬) 'ত্রিশ লক্ষ শহীদের মা হব ইনশাআল্লাহ আমি' --- আমিনা নাহার

♦ কাব্যগ্রন্থ :-
      ~~~~~
১) 'মা' (১৯৯৬) --- মমতা বন্দ্যোপাধ্যায়
২) 'মা নিষাদ' ('কবিতা সংগ্রহ' গ্রন্থ : ১৯৯৯) --- জয় গোস্বামী
৩) 'মা-মাটি-মানুষ' (২০০৭) --- মমতা বন্দ্যোপাধ্যায়
৪) 'মা-এর সামনে স্নান করতে লজ্জা নেই' (২০১২) --- জয় গোস্বামী
♠ কবিতা :-
      ~~~~
১) 'মা' --- কাজী নজরুল ইসলাম
২) 'একজন শহীদের মা বলছেন' --- শামসুর রহমান। এটি তাঁর "বুক তার বাংলাদেশের হৃদয়" (১৯৮৮) কাব্যগ্রন্থের অন্তর্গত।
৩) 'কখনো আমার মাকে' --- শামসুর রহমান
৪) 'আমাদের মা' --- হুমায়ুন আহমেদ
৫) 'মাতৃভক্তি' --- কালিদাস
৬) 'কোন এক মাকে' --- আবু জাফর ওবায়দুল্লাহ
৭) 'মা' --- দিলওয়ার
৮) 'আম্মা' --- আবদুল মান্নান সৈয়দ
৯) 'মায়ের চোখে' --- দাউদ হায়দার
১০) 'আমার হারানো মাকে' ---পুর্ণেন্দু পত্রী
১১) 'আমার মায়ের চোখ' --- রফিক আজাদ
১২) 'তোমার মা' --- হাবীবুল্লাহ সিরাজী
১৩) 'মা থাকো' --- দেবারতি মিত্র
১৪) 'তাদের মাতা, জগৎমাতা' --- জাহিদ হায়দার
১৫) 'মা-র কাছে ফেরা' --- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
১৬) 'মা' --- সুজিত সরকার
১৭) 'মা' --- শান্তি সিংহ
১৮) 'তুই কেমনতরো মা?' --- কৃষ্ণ ধর
১৯) 'মা আমাকে ফিরিয়ে নাও' --- মাহমুদ শফিক
২০) 'মা' --- জাহাঙ্গীর ফিরোজ
২১) 'মাকে নিয়ে' --- আশিস স্যানাল
২২) 'মাও যেন কবিতা লেখেন' --- জয় গোস্বামী
২৩) 'মা' --- পঙ্কজ সাহা
২৪) 'আমার মা' --- শ্যামলকান্তি দাশ
২৫) 'মা' --- সুমিত্রা দত্তচৌধুরী
২৬) 'মা আমার' --- বৃন্দাবন দাস
২৭) 'গল্প লেখার মাকে' --- নীলাঞ্জন মুখোপাধ্যায়
২৮) 'মা, তোমাকে' --- বিশ্বনাথ ভট্টাচার্য
২৯) 'মা' --- মল্লিকা সেনগুপ্ত
৩০) 'আমার মা' --- মাকিদ হায়দার
৩১) 'মাকে' --- আবদুল গনি হাজারী
৩২) 'মধুর আমার মায়ের হাসি' --- প্রনব রায়
৩৩) 'মা' --- অসীম সাহা
৩৪) 'মা আমার মা' (মে, ২০১১) --- গাজী মোঃ আল আমিন
৩৫) 'মা' --- আবু মোঃ রাশেদ
৩৬) 'মা' --- আঃ রহিম আজিমুল
৩৭) 'মা' --- আবু জাফর
৩৮) 'মা-জননী' --- খালেক বিন জয়েনউদ্দীন
৩৯) 'ছেলেটা মা হতে চায়' --- নাসের মাহমুদ
৪০) 'কী নাম দেবো মায়ের আমি' --- ফারুক  নওয়াজ
৪১) 'মা' --- বিলু কবীর
৪২) 'মা মানেই সব আমার' --- জগলুল হায়দার
৪৩) 'মায়ের বুকে স্বর্গের সুখ' --- মিলন সব্যসাচী
৪৪) 'মা বলেছে' --- কামাল হোসাইন
৪৫) 'মায়ের আদেশ' --- আহমাদ ফেরদৌস
৪৬) 'মায়ের শাড়ি' --- এহসান হায়দার
৪৭) 'মায়ের মুখ' --- সৌভাগ্যধারা
৪৮) 'মায়ের জন্য ছড়া' --- শাওনি সারথি
৪৯) 'শহীদের মা' --- আশরাফুল ইসলাম রানা
৫০) 'আমি এক শহীদের মা বলছি' --- ডার্ক এভিল
৫১) 'মায়ের জন্য একগুচ্ছ ছড়া' --- ইকবাল কবীর মোহন
৫২) 'মা' --- তাছনিয়া শাহনুর
৫৩) 'মাকে নিয়ে ২টি ছড়া' --- মোঃ শাওন পারভেজ      ৫৪) 'মার চিঠি' --- শিবরাম চক্রবর্তী 
♥ গল্পগ্রন্থ :-
      ~~~~                                                                ১) 'ঠাকুরমার চিঠি’ (১৯২৩) --- কামিনী রায়                  ২) 'জার্মানের মা' (১৯৯১) --- অনিল ঘড়াই                 ৩) 'নদী মা' (২০০০) --- অনিল ঘড়াই                          ৪) 'গল্পগুলো ঠাকুরমার ঝুলির' --- মাহমুদা আহমেদ।    ৫) 'মায়ের নাম' --- জলধর সেন 
♣ গল্প-সংকলন :-
     ~~~~~~~~
১) 'ঠাকুরমার ঝুলি' (১৯০৭) --- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এটি একটি রূপকথার গল্প-সংকলন।
২) 'পুতুল ও প্রতিমা' (১৯৩২) --- প্রেমেন্দ্র মিত্র
৩) 'মায়ের মূর্তি' (১৯৮২) --- মহাশ্বেতা দেবী। এই গল্প-সংকলনে মোট ৮টি গল্প আছে। এটি "সমকাল" প্রকাশনী থেকে প্রকাশিত।
♦ গল্প :-
     ~~~
১) 'ডাকাতের মা' --- যোগেন্দ্রনাথ গুপ্ত। এটি একটি শিশু কিশোর গল্প।
২) 'নাথুনির মা' --- বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)। এটি "বনফুলের শ্রেষ্ঠ গল্প" (জ্যৈষ্ঠ, ১৩৫৫ বঙ্গাব্দ) গল্পগ্রন্থের অন্তর্গত।
৩) 'বিরজুর মা' --- বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
৪) 'মা হিংসীঃ' --- সুবোধ ঘোষ
৫) 'ডাকাতের মা' --- সতীনাথ ভাদুড়ী। এই গল্পটি ১৯৫৬ খ্রিস্টাব্দে তাঁর "চকাচকী" গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এটি "চকাচকী" গল্পগ্রন্থের তৃতীয় গল্প।
৬) 'শহীদের মা' --- সমরেশ বসু
৭) 'সাঁঝ সকালের মা' --- মহাশ্বেতা দেবী। এটি "মহাশ্বেতা দেবীর ছোটগল্প সংকলন" (এতে ৯টি গল্প আছে। এটি ১৯৯৩ সালে "ন্যাশনাল বুক ট্রাস্ট" থেকে প্রথম প্রকাশিত হয়) গ্রন্থের অন্তর্ভুক্ত।
৮) 'বেইমানের মা' --- অনিল ঘড়াই
৯) 'চার শহীদের মা' --- আবদুল আসাদ। এটি তাঁর "আমরা সেই সে জাতি" (১ম খন্ড) গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।
১০) 'এক শহীদের মা' --- সমারী চাকমা
১১) 'শহীদের মা' --- মঞ্জু রাণী সরকার।                          ১২) 'মামির বাড়ির আবদার' --- শিবরাম চক্রবর্তী 
♠ নাটক :-
     ~~~~                                                                 ১) 'সিতিমা’ (গদ্য নাটিকা : ১৯১৬) --- কামিনী রায়    ২) 'জার্মানের মা' --- রবীন্দ্র ভট্টাচার্য।                          ৩) 'মা' --- অতুলকৃষ্ণ মিত্র।                                         ৪) 'গোপালের মা' --- মন্মথ রায়                                 ৫) 'হাজার চুরাশির মা ও অন্যান্য নাটক' (১৯৮১) --- মহাশ্বেতা দেবী। এটি "কণা" প্রকাশনী থেকে প্রকাশিত।   ৬) 'কাকদ্বীপের এক মা' (১৩৮৬ বঙ্গাব্দ) --- উৎপল দত্ত 
♥ প্রবন্ধ :-
     ~~~~
১) 'বাংলা সাহিত্যে মা' --- জাহ্নবী কুমার চক্রবর্তী
২) 'বিশ্ব সাহিত্য মা' --- গোলাম আশরাফ খান
♣ অন্যান্য গ্রন্থাবলী :-
     ~~~~~~~~~~
১) 'মা-জননী' (গল্পমালা) --- সৈয়দ মুজতবা আলী
২) 'না কাঁদলে মা কি দুধ দেয়' (কলাম রচনা : ৯ আগস্ট, ১৯৮৬) --- মহাশ্বেতা দেবী। এই কলাম রচনাটি তিনি সাময়িকীতে "যত দূরে কাছে" শিরোনামে লেখেন।
৩) 'ঠাকুমার ঝুলি' (রচনা সংগ্রহ : ২০০৪) --- লীলা মজুমদার
৪) 'নন্দীমা' (সম্ভবত গল্প) --- মমতা বন্দ্যোপাধ্যায়

No comments