রবীন্দ্রনাথ ঠাকুরের রূপান্তরিত নাটক
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
🏡১) "পূজারিণী" (১৯২৬) কবিতা অবলম্বনে > "নটীর পূজা" (১৯২৬) নাটক। 
🏣২) "পথ" নাটকের পরিবর্তিত নামকরণ >    "মুক্তধারা" (১৯২২) নাটক। 
🔝৩) "শারদোৎসব" (১৯০৮) নাটকের পরিবর্তিত নামকরণ > "ঋণশোধ" নাটক। 
🔜৪) "রাজা" (১৯১০) নাটকের পরিবর্তিত রূপ > "অরূপরতন" নাটক। 
🏠৫) "গোড়ায় গলদ" (১৮৯২) নাটকের সংশোধিত রূপ > "শেষ রক্ষা" নাটক। 
🔛৬) "অচলায়তন" (১৯১২) নাটকের সংশোধিত রূপ > "গুরু" (প্রথম পত্রিকায় প্রকাশ - ১৯১৭ এবং প্রথম গ্রন্থাগারে প্রকাশ - ১৯১৮)
🔙৭) "কালের যাত্রা" (১৯৩২) নাটকের পরিবর্তিত নামকরণ > "রথের রাশি" নাটক। 
🏢৮) "শেষের রাত্রি" নাটকের পরিবর্তিত রূপ > "গৃহপ্রবেশ" (১৯২৫) নাটক। 
🔰৯) "কর্মফল" গল্পের পরিবর্তিত নামকরণ > "শোধবোধ" (১৯১৬) নাটক। 
🏡১০) "প্রায়শ্চিত্ত" (১৯০৯) নাটকের পরিবর্তিত রূপ > "পরিত্রাণ" নাটক। 
🏣১১) "রাজর্ষি" (১৮৮৭ / ১২৯৩) উপন্যাস অবলম্বনে > "বিসর্জন" (১৮৯০ / ১২৯৭) নাটক। 
🔝১২) "প্রজাপতি নিবন্ধ" নাটকের সংশোধিত রূপ > "চিরকুমারসভা" (১৯২৬) নাটক। 
🔜১৩) "ললাটের লিখন" নাটকের পরিবর্তিত নামকরণ > "বাঁশরী" (১৯৩৩) নাটক। 
🏠১৪) "নন্দিনী" নাটকের পরিবর্তিত রূপ > "যক্ষপুরী" (রচিত 
হয় - ১৩৩০) নাটক > "যক্ষপুরী" (রচিত হয় - ১৩৩০) নাটকের পরিবর্তিত 
নামকরণ > "রক্তকরবী" (পত্রিকায় প্রকাশ - ১৯২৪ / ১৩৩১) এবং গ্রন্থাগারে 
প্রকাশ - ১৯২৬) নাটক। 
No comments