♦ 'ম্যাকবেথ' নাটক : উইলিয়াম শেক্সপিয়র ♦
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
★★ 'ম্যাকবেথ' নাটকের রচয়িতা :-
~~~~~~~~~~~~~~~~
ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র।
~~~~~~~~~~~~~~~~
ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র।
★★ 'ম্যাকবেথ' নাটকের উৎস :-
~~~~~~~~~~~~~~
উইলিয়াম শেক্সপিয়রের এই নাটকের প্রধান উৎস ছিল 'হলিনশেড'স ক্রনিকল' (১৫৬৭) নামক ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ইতিহাস সংক্রান্ত একটি গ্রন্থে বর্ণিত ম্যাকবেথ, ম্যাকডাফ ও ডানকানের উপাখ্যান। উক্ত গ্রন্থটি শেক্সপিয়র ও তাঁর সমসাময়িকদের নিকট সুপরিচিত ছিল।
ম্যাকবেথ নাটকটি উইলিয়াম শেক্সপিয়রেরই 'অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা' নাটকের সঙ্গে তুলনীয়।
নাট্যজগতের কেউ কেউ এই নাটকটিকে অভিশপ্ত মনে করতেন। তাঁরা এই নাটকের নাম উচ্চারণ না করে এটিকে 'দ্য স্কটিশ প্লে' নামে অভিহিত করতেন।
~~~~~~~~~~~~~~
উইলিয়াম শেক্সপিয়রের এই নাটকের প্রধান উৎস ছিল 'হলিনশেড'স ক্রনিকল' (১৫৬৭) নামক ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ইতিহাস সংক্রান্ত একটি গ্রন্থে বর্ণিত ম্যাকবেথ, ম্যাকডাফ ও ডানকানের উপাখ্যান। উক্ত গ্রন্থটি শেক্সপিয়র ও তাঁর সমসাময়িকদের নিকট সুপরিচিত ছিল।
ম্যাকবেথ নাটকটি উইলিয়াম শেক্সপিয়রেরই 'অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা' নাটকের সঙ্গে তুলনীয়।
নাট্যজগতের কেউ কেউ এই নাটকটিকে অভিশপ্ত মনে করতেন। তাঁরা এই নাটকের নাম উচ্চারণ না করে এটিকে 'দ্য স্কটিশ প্লে' নামে অভিহিত করতেন।
★★ 'ম্যাকবেথ' নাটকের প্রকাশকাল :-
~~~~~~~~~~~~~~~~~~
১৬০৩ সাল থেকে ১৬০৬ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে নাটকটি রচিত হয়েছিল বলে অনেকে মনে করেন। ১৬২৩ সালে 'প্রথম ফোলিও' থেকে ম্যাকবেথ নাটকটি প্রথম প্রকাশিত হয়। এই 'ফোলিও'-ই 'ম্যাকবেথ' নাটকের একমাত্র উৎস। সম্ভবত স্টুয়ার্ট রাজবংশের সিংহাসনরোহণ উপলক্ষে রাজা জেমসের পূর্বপুরুষদের গুণকীর্তনের উদ্দেশ্যেই রচিত হয় 'ম্যাকবেথ' নাটকটি।
~~~~~~~~~~~~~~~~~~
১৬০৩ সাল থেকে ১৬০৬ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে নাটকটি রচিত হয়েছিল বলে অনেকে মনে করেন। ১৬২৩ সালে 'প্রথম ফোলিও' থেকে ম্যাকবেথ নাটকটি প্রথম প্রকাশিত হয়। এই 'ফোলিও'-ই 'ম্যাকবেথ' নাটকের একমাত্র উৎস। সম্ভবত স্টুয়ার্ট রাজবংশের সিংহাসনরোহণ উপলক্ষে রাজা জেমসের পূর্বপুরুষদের গুণকীর্তনের উদ্দেশ্যেই রচিত হয় 'ম্যাকবেথ' নাটকটি।
★★ 'ম্যাকবেথ' নাটকের চরিত্রসমূহ :-
~~~~~~~~~~~~~~~~~
১) 'ডানকান' --- স্কটল্যান্ডের রাজা।
~~~~~~~~~~~~~~~~~
১) 'ডানকান' --- স্কটল্যান্ডের রাজা।
২) 'ম্যালকম' --- ডানকানের জ্যেষ্ঠপুত্র।
৩) 'ডোনালবেইন' --- ডানকানের কনিষ্ঠ পুত্র।
৪) 'ম্যাকবেথ' --- রাজা ডানকানের সৈন্যবাহিনীর এক সেনানায়ক।
প্রথমে ছিলেন গ্লেমিসের থেন, পরে কডরের থেন এবং শেষে স্কটল্যান্ডের রাজা
হয়েছিলেন।
৫) 'লেডি ম্যাকবেথ' --- ম্যাকবেথের স্ত্রী, পরে স্কটল্যান্ডের রাণী হন।
৬) 'ব্যাঙ্কো' --- ম্যাকবেথের বন্ধু, রাজা ডানকানের সৈন্যবাহিনীর অন্যতম সেনানায়ক ছিলেন।
৭) 'ফ্লিয়ান্স' --- ব্যাঙ্কোর পুত্র।
৮) 'ম্যাকডাফ' --- ফিফের থেন।
৯) 'লেডি ম্যাকডাফ' --- ম্যাকডাফের স্ত্রী।
১০) 'ম্যাকডাফের পুত্র' --- রস, লেনক্স, অ্যাঙ্গাস, মেনটেইথ, কেইথনেস - "স্কটিশ লর্ডগণ"।
১১) 'সিওয়ার্ড' --- নর্থামব্রিয়ার আর্ল, ইংরেজ বাহিনীর সেনাপতি।
১২) 'ইয়াং সিওয়ার্ড' --- সিওয়ার্ডের পুত্র।
১৩) 'সেইটন' --- ম্যাকবেথের পরিচারক।
১৪) 'হেকেট' --- প্রধান ডাইনি / ডাইনিবিদ্যার দেবী।
১৫) তিন ডাইনি।
১৬) তিন খুনি।
১৭) দ্বাররক্ষক --- ম্যাকবেথের দুর্গের দ্বাররক্ষক।
১৮) স্কটিশ ডাক্তার --- লেডি ম্যাকবেথের ডাক্তার।
১৯) দ্য জেন্টল ওম্যান --- লেডি ম্যাকবেথের পরিচর্যাকারিণী।
Post Comment
No comments